Tue. Sep 16th, 2025
Advertisements

56খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটের জন্য লম্বা সময় অপেক্ষা করা নতুন কিছু নয় ব্যবহারকারীদের জন্য। অনেক ক্ষেত্রে বিরক্তির কারণও হয়ে দাঁড়ায় এই অপেক্ষা। সেই বাস্তবতায় ললিপপ আপডেট যারা পেয়েছেন তারা ‘ভাগ্যবান’ বলাটা সম্ভবত ভুল বলা হবে না।
ব্যবহারকারীদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে এক চতুর্থাংশ এখন অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চলছে।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ২৫.৬ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস এখন উপস্থিতি আছে অ্যান্ড্রয়েড ললিপপ-এর। গুগলের অ্যান্ড্রয়েড ডেভেলপার ড্যাশবোর্ড থেকেই পাওয়া গেছে এই তথ্য।
বলে রাখা ভাল, গুগলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ললিপপ সংস্করণ উন্মোচন করেছিল ঠিক এক বছর আগে।
অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর এই ধীর গতির আপডেটের মূল কারণ হচ্ছে, অপারেটিং সিস্টেমগুলো আলাদা ভাবে পরীক্ষা করে নিজেদের মতো প্রয়োজনীয় পরিবর্তন করে নেয় গুগল, ডিভাইস নির্মাতা আর ওয়্যারলেস ক্যারিয়ার; এই তিন পক্ষ। তাই অ্যান্ড্রয়েডের প্রতিটি সংস্করণকেই ব্যবহারকারীর হাতে পৌঁছানোর আগে একটা লম্বা সময় পরীক্ষা মূলক পর্যায়েই থাকতে হয়।
এতে যে শুধু ব্যবহারকারীদের ভোগান্তির মুখে পরতে হয় তা নয়। ভুক্তভোগীদের তালিকায় আছেন সফটওয়্যার ডেভেলপাররাও।
বিশ্ববাজারের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে ৩৮ শতাংশ ডিভাইসে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট। ২০১৩ সালের নভেম্বরে অপারেটিং সিস্টেমটি উন্মোচন করেছিল গুগল। ২৯ শতাংশ ডিভাইসে উপস্থিতি নিয়ে দ্বিতীয় স্থানে আছে জেলি বিন, যা ২০১২ সালে উন্মুক্ত করেছিল গুগল।