Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: কয়েকশ’ ক্যামেরার সমন্বয়ে তৈরি ‘ইমার্জ’ নামের নতুন ক্যামেরা নিয়ে আসছে লাইট্রো ইনকর্পোরেট। ক্যামেরাটির মাধ্যমে ৩৬০-ডিগ্রি ভার্চুয়াল-রিয়েলিটি ভিডিও ধারণ করা সম্ভব হবে।
এক প্রতিবেদনে মার্কিন ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বৃহস্পতিবার এক ঘোষণায় নতুন ক্যামেরা আনার বিষয়টি জানিয়েছে নির্মাতা লাইট্রো ইনকর্পোরেট।
প্রতিষ্ঠার নয় বছরের মধ্যে এ পর্যন্ত মাত্র দুটি ক্যামেরা বাজারে এনেছে লাইট্রো। কিন্তু দুটি ক্যামেরাই অভিনব প্রযুক্তির জন্য ক্যামেরাপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছিল বলেই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আগের দুটি ক্যামেরাতেই তোলা ছবিকে আবার ‘রিফোকাস’ করার প্রযুক্তি ছিল।
লাইট্রোর নতুন ক্যামেরা প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কিউবিক-মিটার-আকৃতির একটি বলয়ের উপর ইমার্জ ক্যামেরাটি কাস্টম ট্রাইপডে বসানো থাকবে। বলয়টিতে লাইট ফিল্ড ক্যামেরা এবং সেন্সরের পাঁচটি রিং থাকবে। লাইট্রোর প্রধান নির্বাহী জেসন রোজেনথাল জানিয়েছেন, এই সেটআপটির মাধ্যমে এমন লাইভ-অ্যাকশন ভার্চুয়াল-রিয়েলিটি ভিডিও ধারণ করা সম্ভব হবে যা দর্শকরা উপর থেকে নিচে, এক পাশ থেকে আরেক পাশে এবং সামনে থেকে পেছনে নিয়ে দেখতে পারবেন। তবে সেজন্য অবশ্যই দর্শককে ভিআর হেডসেট পরিহিত অবস্থায় থাকতে হবে। নির্মাতা প্রতিষ্ঠান লাইট্রো এই ইফেক্টকে ‘ছয় ডিগ্রির স্বাধীনতা’ বলছে বলেই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এ প্রসঙ্গে রোজেনথাল বলেছেন, “বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটিতে ৩৬০ ডিগ্রিতে ভিডিও দেখা গেলেও আপনাকে সেটি শুধু নির্দিষ্ট একটি অবস্থান থেকেই দেখতে হয়। সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড না হলে আপনি ঘরে ইচ্ছামতো ঘুরতে পারেন না। ইমার্জ হবে প্রথম সিস্টেম যার সাহায্যে কনটেন্ট নির্মাতা এবং পরিচালকরা এমন ভিডিও তৈরি করতে পারবেন যা আপনাকে আসল স্বাদ দিতে পারবে এবং আপনি নিজ ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারবেন।”
ইমার্জের কারিগরি স্পেসিফিকেশনের ব্যাপারে এখনও সবকিছু জানাতে নারাজ নির্মাতা প্রতিষ্ঠান লাইট্রো। বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যামেরা ইলাম বিক্রি হচ্ছে, তবে ইমার্জ আসার পর ধীরে ধীরে ইলামের বিক্রি কমিয়ে দেয়া হবে বলেই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এ প্রসঙ্গে রোজেনথাল বলেছেন, “আমরা আমাদের পুরোনো ক্যামেরার বিক্রি ও সাপোর্ট অব্যাহত রাখব। তবে ইমার্জের মতো প্রযুক্তি নিয়ে আমরা যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তা আমদের ভার্চুয়াল রিয়েলিটির দিকে নিয়ে যাচ্ছে এবং এটাই আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যত।