খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: টিন্ডার অ্যাপ ব্যবহারকারীরা স্রেফ যৌনসম্পর্ক নয়, দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়ানোর লক্ষ্যেই সেবাটি ব্যবহার করেন—দাবি করেছেন ডেটিং অ্যাপটির প্রধান নির্বাহী শন রাড।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, স্রেফ যৌনসম্পর্কের জন্য ব্যবহৃত হয় এরকম অভিযোগে টিন্ডার অ্যাপটি ইতোমধ্যেই যথেষ্ট সমালোচিত।
এ অভিযোগের উত্তরে টিন্ডারের প্রধান নির্বাহী রাড বলেন, “আমরা কিছুদিন আগেই আমাদের তিন লাখ ব্যবহারকারীর উপর জরিপ চালিয়েছি, জরিপের ফলাফল অনুযায়ী ৮০ শতাংশ ব্যবহারকারী দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়ানোর লক্ষ্যে অ্যাপটি ব্যবহার করে থাকেন।”
তবে রাড অস্বীকার করেননি যে অনেক সময় স্রেফ স্বল্প মেয়াদী যৌনসম্পর্কে জড়াতেও ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করে থাকেন। এ প্রসঙ্গে রাডের বক্তব্য হচ্ছে, “এটি জীবনের একটি অংশ, টিন্ডারের মূল কাজ হল মানুষকে সংযুক্ততাতে সহায়তা করা। আমরা নতুন কারও সঙ্গে দেখা করার জন্য সবচেয়ে কার্য্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখন এই সংযুক্ততার বিষয়টি কে কীভাবে ব্যবহার করবে, সেটির দায়-দায়িত্ব সম্পূর্ণ সেবা গ্রহণকারীর।”
রাড আরও বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে টিন্ডার পৃথিবীতে সংযুক্ততা বাড়াতে সাহায্য করছে। আমরা পৃথিবীকে আরও কাছে এবং এমন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসছি যা অন্য কেউ করতে পারেনি। সেই দৃষ্টিকোণ থেকে টিন্ডার বিশ্বে সুন্দর পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে।”
টিন্ডারের মাধ্যমে বাস্তবেও প্রতি সপ্তাহে যুগলরা ১৫ লাখেরও বেশি ডেটিংয়ে যাচ্ছেন। এর প্রথম দশ লাখ ডেটের মধ্যে, পাঁচ লাখ ডেটের পুনরাবৃত্তি হচ্ছে বলেই জানিয়েছেন রাড।