Thu. Sep 18th, 2025
Advertisements

26খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা একটায়।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলো খেলতে হবে বাংলাদেশকে। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর জেনে রোববার রাতেই জরুরি ভিত্তিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব। দুবাই বিমানবন্দরে অপেক্ষার সময়ই বাবা হওয়ার খবরটি জেনেছেন তিনি।
এর আগে প্রথম ওয়ানডেতে ১৪৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজের এগিয়ে রয়েছে বাংলাদেশ।