Fri. Oct 17th, 2025
Advertisements

28খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারায়ণস্বামী শ্রীনিবাসনকে। তার স্থলাভিষিক্ত হবেন বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর।
শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি অবশ্য অনুমিতই ছিল। ভারতের ক্রিকেট প্রশাসনে একটু একটু করে কমে আসছিল শ্রীনিবাসনের দাপট। অবশেষে সোমবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হলো শ্রীনিবাসনের পদ কেড়ে নেওয়ার।
দুই বছরের জন্য চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন শ্রীনিবাসন। সেই মেয়াদ এখন পুরো করবেন বর্তমান বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহর। আগামী বছরের পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। বিসিসিআই এখন এই পরিবর্তনের জন্য সুপারিশ করবে আইসিসির কাছে।
বিশ্ব ক্রিকেট প্রশাসনের খোলচলচে পাল্টে দেওয়ার নেপথ্য কারিগরদের একজন, কিছুদিন আগেও প্রবল প্রতাপশালী শ্রীনিবাসনের সঙ্গে ক্রিকেটের সম্পৃক্ততা এখন কেবল একটিই। এখনও তিনি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান।