Thu. Sep 18th, 2025
Advertisements

34খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: নাশকতার ৩ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
সরকার বিরোধী আন্দোলনের সময় চলতি বছরের জানুয়ারি মাসের ৯ তারিখে রমনা থানায় ২টি ও ৩০ তারিখে খিলগাঁও থানায় এক মামলা দায়ের করে পুলিশ।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোরশেদ আল মামুন।
গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।