Fri. Oct 17th, 2025
Advertisements

44খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম বলেছেন, বর্তমানে দেখা যায় স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি কিংবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তাদেরকে বরখাস্ত করা হয়। যা আমরা গত সিটি নির্বাচন গুলোতে দেখতে পেয়েছি। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পুরক প্রশ্ন করতে গিয়ে এসব কথা বলেন।
হাজি সেলিম বলেন, দল ভিত্তিক নির্বাচন হলে স্থানীয় জনপ্রতিনিধি দের অনেক সমস্যায় পরতে হবে। তার যনগণের ভোটে নির্বাচিত হলেও তাদের মামলা দিয়ে বরখাস্ত করা হয়। বিশেষ করে বিএনপি, জাপা এবং আমাদের মত বিদ্রহী প্রর্থীদের ।
তিনি বলেন, বিভিন্ন সিটি মেয়র-কাউন্সিলররা যদি সরকারী দলের না হয়, তবে তাদেরকে মামলা মোকদ্দমায় ঢুকিয়ে ঢালাওবাবে বরখাস্ত করা হয়। কেউ যদি দলে থেকে বাইরে বেরিয়ে কিছু করতে চায় তাদের ক্ষেত্রেও এরকম আচরণ করা হয় ।
এসময় হাজী সেলিমের প্রম্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন,‘ আপনি ফ্ল্যাট একটা অভিযোগ করেছেন। অভিযোগ গুরুতর, তবে তা ঢালাওভাবে কাউকে করা হয় না।’
‘ইলেকশন জিতলেই বিরোধীদলের কাউকে মামলা দিয়ে হয়রানি তাদের হয়রানি করা হয় না। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা হলে যদি সেখানে চার্জশিট দাখিল করা হয়, তবেই তাদের বরখাস্ত করা হয়।’
মন্ত্রী আরও বলেন, ‘এছাড়া কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্টভাবে অর্থ অপচয়ের অভিযোগ থাকে এবং তা প্রমানিত হলে তাদেরকে বরখাস্ত করা হয়। ঢালাওভাবে বরখাস্ত করা হয়, কথাটি সঠিক নয়।