Fri. Oct 17th, 2025
Advertisements
piro........................খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫:সদরে পুলিশের এক সদস্য রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছেন। তার নাম মলয় দাস। তিনি সদর কোর্টে কনেস্টবল পদে কর্মরত ছিলেন। সোমবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পিরোজপুর ম্যাজিষ্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ শাহ আলম এ বিষয়ে সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন বলে জানা গেছে।

কোর্ট ইন্সপেক্টর মোঃ শাহ আলম জানান, ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম চেচড়ি গ্রামের মলয় দাস নামের পুলিশের কনেস্টবল নং-৪৯ পিরোজপুর কোর্টে কর্মরত ছিলেন। গত সোমবার সকাল থেকে তিনি নিখোজ রয়েছেন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে ও তার নিজ বাড়িতে খোজ নেয়া হলেও তার কোন সন্ধান মেলেনি।

এ ব্যাপারে নিখোঁজ পুলিশ সদস্যের ছোট ভাই পার্থ জানান, তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সর্বশেষ গত আট নভেম্বর রাত সাড়ে আটার পর থেকে তার সেল ফোনটিও বন্ধ রয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোর্ট ইন্সপেক্টর মোঃ শাহ আলম সোমবার রাতে থানায় নিঁখোজের ব্যাপারে সাধারন ডায়েরী করেছেন।

পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন জানান, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যেই মলয়ের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি তিনি বাড়িতেও যায়নি। তবে তিনি কোথায় সে ব্যাপারে বিভিন্ন জায়গায় খোজ খবর নেয়া হচ্ছে।