Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: নিজেদের প্রথম স্মার্টওয়াচ উন্মোচন করেছে সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাগ হয়্যার। বিলাসবহুল ঘড়ির জন্য পরিচিত প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচের দাম হবে ১৫শ’ ডলার, চলবে ‘অ্যান্ড্রয়েড ওয়্যার’ অপারেটিং সিস্টেমে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেতাদের আকৃষ্ট করতে আপাত দৃষ্টিতে গতানুগতিক ধারার বাইরে গিয়ে এক ব্যবসা কৌশল বেছে নিয়েছে সুইস প্রতিষ্ঠানটি। কেনার দুই বছর পর চাইলে টাইটেনিয়াম কেসিংয়ের স্মার্টওয়াচটি ফেরত দিয়ে প্রথাগত হাতঘড়ি সংগ্রহ করতে পারবেন এর ক্রেতা।
গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার ওএসের ব্যবহার অনেক ক্রেতার কাছে টাগ হয়্যারের স্মার্টওয়াচটির আকর্ষণ কমিয়ে দেবে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ।
“খুব সীমিত পরিসরে আইওএস হ্যান্ডসেটের সঙ্গে কাজ করবে এটি। মেসেজ আর নোটিফিকেশনের মতো একদম মূল জিনিসগুলোই দেখাবে। কিন্তু অ্যান্ড্রয়েড ওয়্যার স্টোর থেকে বাড়তি অ্যাপ নামাতে গেলেই অ্যান্ড্রয়েড প্লাটফর্মে যোগ দিতে হবে ব্যবহারকারীকে।”—মন্তব্য করেছেন প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট ওয়াচ ইনসাইডারের আলেকজান্ডার লিনজ।
প্রাথমিক ঘোষণার ৮ মাস পর নিউ ইয়র্কে উন্মোচন করা হয়েছে ‘টাগ হয়্যার কানেক্টেড’ ওয়াচ। এর তিনটি ‘ডিজিটাল ওয়াচ ফেইস’-এর একটিও অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচে ব্যবহারের আইনানুগ অনুমতি নেই বলে জানিয়েছে বিবিসি।
টাগ হয়্যার জানিয়েছে, এক বারের চার্জে একদিন চলবে স্মার্টওয়াচটি। অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচের মতো বিদ্যুৎ শক্তি সাশ্রয় করতে বন্ধ হয়ে যাবে না এর স্ক্রিন।
বিভিন্ন ‘স্পোর্টস থিম’ অ্যাপ ব্যবহার করা যাবে এতে। অন্যান্য অ্যান্ড্রয়েড ওয়্যার মডেলের জন্য তৈরি অ্যাপগুলো দিব্যি চলবে। তবে টাগ হয়্যার ভক্তদের জন্য ‘দুঃসংবাদ’ হচ্ছে, ‘সুইস মেইড’ কথাটি লেখা থাকবে না এই স্মার্টওয়াচে। কারণ, ইনটেল প্রসেসরসহ স্মার্টওয়াচটির সিংহভাগ হার্ডওয়্যারই বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা।