Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: য়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) হিসেবে এখনো এগিয়ে আছে ইন্টারনেট এক্সপ্লোরার। ডেস্কটপ কম্পিউটার থেকে ওয়েবসাইট দেখার ক্ষেত্রে এই ব্রাউজারটি এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমকে পেছনে ফেলা ইন্টারনেট এক্সপ্লোরের বর্তমান বাজার শেয়ার ৫০.৮৬ শতাংশ। মাইক্রোসফট করপোরেশনের এই সফটওয়্যারটি এখনো বিশ্বের অনেক ব্যবহারকারী নিয়মিত ব্যবহার করেন বলে জানিয়েছে নেট অ্যাপ্লিকেশনের এক গবেষণা।
গবেষণায় দেখা গেছে, সম্প্রতি ২০ বছর পূর্ণ করা ইন্টারনেট এক্সপ্লোরার (আইই) ক্রোম এবং মজিলার মতো জনপ্রিয় ব্রাউজারকে পেছনে ফেলে ব্যবহৃত ব্রাউজারের তালিকায় এক নম্বরে চলে এসেছে। যেখানে অর্ধেকের মতো বাজার আইইর দখলে, সেখানে অন্য দুই প্রতিযোগী ব্রাউজার ক্রোম আর ফায়ারফক্সের আছে যথাক্রমে ৩১.১২ ও ১১.২৮ শতাংশ বাজার। অন্যদিকে মুঠোফোনভিত্তিক ব্রাউজারের বাজারে নেতৃত্বে আছে অ্যাপলের সাফারি, ৪১.১৩ শতাংশ দখল নিয়ে। আর ৩৬.৮৪ শতাংশ নিয়ে কাছাকাছি অবস্থানে আছে গুগল ক্রোম। তবে এ তালিকায় এখনো উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে চালু হওয়া মাইক্রোসফট এজ ব্রাউজারটির নাম আসেনি।
নেট অ্যাপ্লিকেশন অবলম্বনে