খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: পিএনওয়াইয়ের হুক ৩.০ মডেলের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বাজারে এসেছে। ধাতব মোড়কের এই পেনড্রাইভের তথ্য আদান–প্রদানের গতি ১৩ এমবি পিএস। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আনা ১৬ গিগাবাইট এবং ৩২ গিগাবাইট স্টোরেজের পেনড্রাইভের দাম ৭০০ এবং ১ হাজার ৫০ টাকা। বিজ্ঞপ্তি