Fri. Sep 19th, 2025
Advertisements

42খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: ব্রাহ্মণবাড়িয়ায় ফেরদৌসি বেগম (২৬) নামে এক নারী দুই মাথাবিশিষ্ট কন্যা শিশুর জন্ম দিয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে এই কন্যা শিশুর জন্ম হয়।
ফেরদৌসি বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলার মনতলা চৌমুহিন এলাকার মো. জামাল মিয়ার স্ত্রী।
শিশুটির বাবা জামাল মিয়া জানান, বিকাল ৩ টার দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে আসেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসূতি বিভাগের কনসালটেন্ট ডা. হালিমা নাজনীন মিলি ফেরদৌসির অস্ত্রোপচার করে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম দেন।
এ ব্যাপারে ডা. হালিমা নাজনীন মিলি বলেন, আল্ট্রাসনোগ্রাফী রিপোর্টে ফেরদৌসীর গর্ভে জমজ সন্তান দেখা গিয়েছিলো। কিন্তু অস্ত্রোপচার করার পর দুই মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়। তিনি আরো জানান, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ্য রয়েছে।