Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: হাতের উপরিভাগেই মিলবে পুরোদস্তুর কি-বোর্ড ব্যবহারের সুযোগ। ‘আর্মকিপ্যাড’ নামের ভার্চুয়াল কি-বোর্ডটি কাজে লাগিয়ে বিভিন্ন বার্তাও লেখা যাবে। স্মার্টঘড়ি থেকে বের হওয়া রশ্মি কাজে লাগিয়ে ভার্চুয়াল এ কি-বোর্ডটি ব্যবহারের জন্য চোখে পড়তে হবে বিশেষ স্মার্টগ্লাস। গতকাল টোকিওতে চলা এক প্রযুক্তি মেলায় নিজেদের তৈরি ভার্চুয়াল কি-বোর্ডটি প্রদর্শন করে জাপানের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা এনইসি।