Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: এবার আর মোবাইল, ট্যাবের দরকার নেই। হাতে ঘড়ি থাকলেই চলবে। সেখানেই পেয়ে যাবেন ১,৩০০ অ্যাপের সুলুকসন্ধান। ভারতীয়দের জন্য দীপাবলির উপহার নিয়ে হাজির অ্যাপল। দেশের বাজারে লঞ্চ করল এই সংস্থার মাচ-অ্যাওয়েটেড ঘড়ি। দাম শুরু হচ্ছে ৩০,৯০০ টাকা থেকে।
গত মাসে আই ফোন ৬ঝ ও ৬ঝ প্লাস ভারতের বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছিল স্টিভ জোবসের তথ্য প্রযুক্তি সংস্থা। তারপর বেশিদিন কাটল না। আরও একটা চমক। দীপাবলির আগে ভারতে নিজেদের ঘড়ি লঞ্চ করল অ্যাপল।
শুক্রবার থেকে দেশে অ্যাপলের যেকোনও রিটেল থেকে পাওয়া যাবে এই উন্নত প্রযুক্তির কেতাদুরস্ত ঘড়ি। অন্যান্য দেশে সাত মাস আগে প্রকাশ্যে এলেও, ভারতের বাজারে এই প্রথম পদার্পণ করল অ্যাপল ওয়াচ।
৩৮এমএম ও ৪২এমএম কেস সাইজের ৪০ রকমের কম্বিনেশন নিয়ে এসেছে অ্যাপলের এই স্মার্টওয়াচ। গোল্ড, রোস গোল্ড, স্পেস গ্রে, সিলভার অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম, ১৮ক্যারেট রোস গোল্ড, স্পেস ব্ল্যাক স্টেইনলেস স্টিল কী চাই। শুধু দেখনদারিই নয়, রীতিমতো কার্যকরী হতে চলেছে এই ঘড়ি। ভারতে ১,৩০০ অ্যাপ মিলবে এই ঘড়ির অ্যাপ স্টোরে।
কেতাদুরস্ত এই আধুনিক ঘড়ির দাম শুরু হচ্ছে ৩০,৯০০টাকা থেকে। ৩৮এমএম-এর সিলভার অ্যালুমিনিয়াম কেস ও হোয়াইট স্পোর্ট ব্যান্ড ঘড়িটির দাম সবচেয়ে কম। এই দুটি ঘড়ির ৪২এমএম কেস সাইজের কিনতে চাইলে দাম পড়বে ৩৪,৯০০ টাকা।
আর সবচেয়ে দামি হল অ্যাপল ওয়াচ এডিশন। এর দাম শুরুই হচ্ছে ৮.২ লাখ থেকে। ৩৮এমএম মডেলটির এই দাম হলেও, এটির ৪২এমএম-এর দাম ৯.৯লাখ টাকা। আর সবচেয়ে দামি মডেলটির দাম ১৪.২ লক্ষ টাকা।