Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: আজ শুক্রবার থেকে বসুন্ধরার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে এসিএম-আইসিপিসি ২০১৫ এশিয়া রিজওনাল ঢাকা সাইটের উদ্বোধনী অনুষ্ঠান। এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এসিএম-আইসিপিসি বা আইসিপিসি) হলো একাধিক ধাপবিশিষ্ট বার্ষিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, যা সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত হয়। এশিয়ায় ১৩টি সাইটে এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় এবং ঢাকা সাইট এর মধ্যে অন্যতম। ঢাকা সাইটের প্রতিবছরের বিজয়ীরা ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করেন। অন্যান্য সাইটের মতো ঢাকা সাইটও আইবিএম আয়োজন করে থাকে এবং এসিএমের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সভাপতিত্ব করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামী।
এসিএম-আইসিপিসি ২০১৫-এর সহযোগী পরিচালক মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশে এটি ১৮তম অনুষ্ঠান। ১৯৯৭ সালে এটি শুরু হয় বাংলাদেশে। ১২তম বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করবে নর্থ সাউথ ইউনিভার্সিটি। অন্যবারের চেয়ে এবারে প্রতিযোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া আমরা চেষ্টা করছি, প্রতিবছরের ওয়ার্ল্ড ফাইনালিস্টদের একসঙ্গে করে একটি অনুষ্ঠান করার।
মো. সাজ্জাদ হোসেন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজভিত্তিক ৯৮৫টি দল এবারে প্রাথমিক বাছাইপর্বে অংশ নিয়েছিল। ৭৫টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাঁরা অংশ নেন। প্রথমে অনলাইনে পরীক্ষার মাধ্যমে অংশ নেন তাঁরা। প্রতিটি দলে তিনজন করে অংশ নিতে হয়, ফলে ২ হাজার ৯৫৫ জন প্রতিযোগী প্রাথমিক বাছাইয়ে অংশ নেন। প্রাথমিক বাছাই পর্ব থেকে যে ১২০টি টিম নির্বাচন করা হয়েছে তাঁরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সরাসরি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। বিকেলে ফল ঘোষণা করা হবে। আজ ১৩ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এ প্রতিযোগিতার।
প্রতিযোগিতায় যাঁরা চ্যাম্পিয়ন ও প্রথম রানার হবেন, তাঁরা আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবেন। শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ভালো করবেন, এ রকম আরও দলকে পুরস্কারের ব্যবস্থা করবেন আয়োজকেরা।
এবারের আয়োজনে মেয়েদের বিশেষ দলকে নির্বাচন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রুয়েটের তিনটি দল এবারে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। উদ্বোধনী অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওই দিন সকালে অনুষ্ঠিত হবে ‘আইসিটি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার। এতে সভাপতিত্ব করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন সিরাজুল ইসলাম। বিকেলে এসিএম-আইসিপিসি ২০১৫ এশিয়া রিজওনাল ঢাকা সাইটের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান হাবিব মনসুর।