খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ শুক্রবার দুপুরে আদালত এ আদেশ দেন। নূর হোসেনকে ১১টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এরআগে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস থেকে আদালতে নেয়া হয় তাকে। শুক্রবার সোয়া দুইটার দিকে আদালতের উদ্দেশ্যে নূর হোসেনের গাড়ির বহরটি রওনা হয়।
এ উপলক্ষে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে শুক্রবার সকালে ঢাকার উত্তরার র্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে আনা হয়। র্যাবের হেফাজতে সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র্যাব-১ কার্যালয়ে আনা হয়। তাকে নিয়ে আসা গাড়িটির সঙ্গে ছিল আরও চারটি গাড়ি।
বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটের দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।