খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: প্রযুক্তির প্রতি মানুষের কি পরিমাণ টান মেলাই তার প্রমাণ। সেই টানে প্রযুক্তিপণ্য ক্রেতা ও দর্শনার্থীরা আসতে শুরু করেছেন মেলায়।
বৃহস্পতিবার সকাল ১০টায় মেলা শুরু হওয়ার পর থেকে দুপুর একটায় লক্ষ করা যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বি আইসিসি) প্রযুক্তি প্রেমীদের ভিড়।
এবারে মেলায় সেরা ও জনপ্রিয় ব্র্যান্ডগুলো অংশ নিয়েছে। দেশ ও বিদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো সর্বশেষ এবং আধুনিক ব্র্যান্ড ও মডেলের ল্যাপটপ ও আনুষাঙ্গিক প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। মেলায় ল্যাপটপ এবং নেটবুকের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারের দিকেও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।
মেলায় নতুন নতুন পণ্য আর সেই সঙ্গে ডিসকাউন্ট আর উপহারের উৎসবে নেমেছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। এইচপিতে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া অন্যান্য মডেলের ল্যাপটপের সঙ্গে স্ক্যাচ অ্যান্ড উইন অফারের মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারছেন আকর্ষণীয় উপহার। ৩ দিনের এ মেলায় বিক্রি ও প্রদর্শন করতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নতুন মডেল নিয়ে এসেছে। ক্রেতাদের সঙ্গে এগুলোর পরিচয় করাতে থাকছে ছাড় ও আকর্ষণীয় অফারও।
মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে উপহার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। এর মধ্যে এইচপি ল্যাপটপের সাথে নিশ্চিত পুরস্কার হিসেবে মিলবে এইচপি মাউস অথবা হেডফোন। এছাড়া স্ক্র্যাচ কার্ড বিজয়ী হলে মিলবে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। ডেল ল্যাপটপেও স্ক্যাচ কার্ড উপহারের পাশাপাশি থাকছে একটি টারগাস ল্যাপডেস্ক। এইচপি এবং ডেল উভয় ব্রান্ডের প্যাভিলিয়নেই ক্লিয়ারিং সেল বুথে নির্দিষ্ট কিছু মডেলে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে।
অন্যদিকে, তোশিবা ও অ্যাপলের লাপটপে থাকছে যথাক্রমে সর্বোচ্চ ১২ হাজার ও ৫ হাজার টাকার নগদ মূল্যছাড়। টুইনমসের ট্যাবলেটে উপহার হিসেবে থাকছে পাওয়ার ব্যাংক ও হেডফোন। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সাথে উপহার হিসেবে থাকবে টারগাসের ল্যাপডেস্ক। এক্সট্রিমের স্পিকারগুলোতে থাকবে ২০ শতাংশ মূল্যছাড় এবং টারগাসের ল্যাপটপ এক্সেসরিজে থাকবে নগদ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
ঢাকা মিরপুর থেকে আসা প্রযুক্তিপ্রেমী নাজমা আক্তার জানান, ‘এবারের ল্যাপটপ মেলায় অনেক নতুন নতুন কোম্পানির প্রযুক্তিপণ্য দেখা যাচ্ছে। এটা আমার কাছে ভাল লাগছে। মেলায় সব পণ্যের মধ্যে ছাড় দেখা যাচ্ছে। আশা করছি তরুণ তরুণীরা সুলভ মূল্যে তাদের পছন্দের ল্যাপটপ আর প্রযুক্তি পণ্য কিনতে পারবে।’
টাঙ্গাইল জেলা থেকে ঢাকা ভার্সিটিতে পড়ুয়া নাদিয়া আহমেদ জানান, ‘ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তি বিশ্বকে বদলে দিচ্ছে। বাংলাদেশকেও বদলে দেবে। ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার। গ্রাম-শহর, শ্রেণি বৈষম্য ও ডিজিটাল বৈষম্য দূর করতে সবাইকে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে। এজন্য এ খাতের বিকাশে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বিনিয়োগ করতে হবে।