Fri. Sep 19th, 2025
Advertisements

38খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: বিকৃত রুচি কাকে আর বলে? এই জন্মে মানুষ হলেও পরজন্মে তার ফুটপাত হয়ে জন্মানোর ইচ্ছা।এমন কথা শুনে তাজ্জব বনে গিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
অভিযোগ, ৫ ঘণ্টা ধরে ম্যানহোলের ভেতরে ঢুকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মহিলাদের ছবি তুলছিল ইয়াসুয়োমি হিরাই নামে ওই ব্যক্তি। গ্রেপ্তার করা হয়েছে তাকে। জেরায় পরজন্মে ফুটপাথ হয়ে জন্মানোর আজব ইচ্ছার কথা জানায় অভিযুক্ত। ঘটনাটি জাপানের একটি শহরের।
পুলিশ জানিয়েছে, ৫ঘণ্টা ম্যানহোলের নীচে লুকিয়ে ছিল ইয়াসুয়োমি। উদ্দেশ্য, স্মার্টফোন দিয়ে ম্যানহোলের উপর দিয়ে হেঁটে যাওয়া মহিলাদের নিম্নাঙ্গের ছবি তোলা।
তবে বিষয়টি চাপা থাকেনি। ম্যানহোলের ঢাকনার বাইরে তার মাথার চুল বেরিয়ে ছিল। তা দেখেই সন্দেহ হয় জনতার। ঢাকনা সরালে গোটা ঘটনাটি সামনে আসে। অভিযুক্ত মানসিক বিকারগ্রস্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।