Fri. Sep 12th, 2025
Advertisements

42খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: সাংবাদিকরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেশ ও জাতির সামনে উপস্থাপন করেন মন্তব্য করে সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফ ইউজে) দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করবেন।
এ সময় সাংবাদিকদের স্বার্থে প্রয়োজনীয় কোনো আইন যদি সংসদে ওঠে তাহলে সে আইন পাশে জাতীয় সংসদ থেকে সহযোগিতা করবেন বলেও প্রতিশ্র“তি দিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।
বিএফইউজে সভাপতি মনজুরুরল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সেবাহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।