Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: আজ শুক্রবার থেকে লন্ডনে শুরু হয়েছে ২ দিনব্যাপি ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা-২০১৫।
লন্ডনের ই-১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল অ্যান্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মেলার সকল তথ্য মিলবে অ্যাপের মাধ্যমে।
অ্যাপ্লিকেশন তৈরি করেছে মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা। গুগল-প্লে বিজনেস ক্যাটাগরিতে ‘ই-কমার্স ফেয়ার’ অ্যাপ্লিকেশনটি অবমুক্ত করা হয়েছে।
রেভারি ল্যাব মিমোসা প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা বলেন, ‘মেলা সম্পর্কিত তথ্য আরো সহজভাবে সবার কাছে পৌঁছে দেয়ার জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। রেভারির ‘ই-কমার্স ফেয়ার’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কেউ মেলায় অনুষ্ঠিতব্য ইভেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের নিবন্ধন সুবিধার পাশাপাশি এতে থাকছে মেলা সম্পর্কিত ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য সুবিধা।’
ডিজিটাল বাংলাদেশ: এ ল্যান্ড অব অপরচুনিটিজ’ স্লোগানকে সামনে আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও কমপিউটার জগৎ’র যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
অনলাইনে গুগল প্লে স্টোর থেকে যঃঃঢ়ং://মড়ড়.মষ/ঝকঐগঞৎ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।