Mon. Sep 15th, 2025
Advertisements

33খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: ফেনীতে ট্রেনে কাটা পড়ে পিসি বণিক (৬২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন সহদেবপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিসি বণিক শহরের মাস্টার পাড়া সহদেবপুর এলাকার বাসিন্দা। তিনি ফেনীর ট্রাংক রোডের জননী মেডিকেল নামে একটি প্রতিষ্ঠানে হৃদরোগ চিকিৎসক হিসেবে কাজ করতেন।
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসবাহ উদ্দিন জানান, সকালে রেললাইন ধরে হাঁটছিলেন পিসি বণিক। এসময় চট্টগ্রামগামী তূর্ণা-নিশিথা ট্রেন এলে তিনি দ্রুত রেললাইন থেকে নামতে গিয়ে পাথরে পিছলে লাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে রেলওয়ে পলিশ মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।