Fri. Sep 19th, 2025
Advertisements

35খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে থাকার কথা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফ্রান্সের রাজধানীতে শুক্রবার সন্ধ্যায় প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হন।
হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ; বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত।
ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেছেন, “প্যারিসে বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় বহু নিস্পাপ মানুষ নিহত ও আহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত।”
বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেছেন, “সন্ত্রাসী সন্ত্রাসীই, তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই; সভ্য সমাজে অবশ্যই তাদের কোনো জায়গা হবে না।”
সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্র“তি দেন বাংলাদেশের সরকার প্রধান।
ইউনস্কোর সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহেই শেখ হাসিনার প্যারিস সফরের কথা রয়েছে