খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সহকারী চলচ্চিত্র পরিচালক অনিক আকিব। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সারাদিন রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে খালিদ মাহমুদের পরিচালনা ও কোরিওগ্রাফিতে ‘মধুর মেয়ে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষে বনানী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এই মিউজিক ভিডিওটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন অনিক।
অনিকের মৃত্যু সংবাদ শোনার পর হতবাক হয়ে গেছে শুটিং সেটে থাকা অনেকেই। মিউজিক ভিডিওটির মডেল নায়লা নাঈম বলেন, ‘সারাদিন আমরা একসঙ্গে শুটিং করেছি। বিকেল সাড়ে ৪টার দিকে অনিক আকিব ব্যক্তিগত কাজে বনানীর দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যুর খবর জানান। এই খবরটা শোনার পর সবাই হতবাক হয়ে গেছি।’
সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমাতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অনিক। এই সিনেমার নায়িকা আইরিন ফেসবুকে অনিকের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে লেখেন, ‘তোমার আত্মার শান্তি কামনা করছি। দোয়া করি ভাল থেকো। আর কোনোদিন একসঙ্গে বার্থডে সেলিব্রেট করা হবে না।’
সহকারী পরিচালনার পাশাপাশি নিজের পরিচালনায় নাটক নির্মাণের পরিকল্পনা করছিলেন অনিক। এ মাসের ২৬ তারিখ অনিকের পরিচালনায় একটি নাটকের শুটিং হওয়ার কথা ছিল।