Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: ‘মেলা মানেই তো আলাদা আয়োজন। কোথাও মেলা হচ্ছে শুনলেই বন্ধুরা মিলে দলবেঁধে বেরিয়ে পড়ি। ল্যাপটপ মেলাতেও এসেছি। একটা ট্যাবলেট কম্পিউটারও পছন্দ হয়েছে।’ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ল্যাপটপ মেলা ঘুরতে এসে কথাগুলো বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রফিকুল আলম।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই ল্যাপটপ মেলা শেষ হচ্ছে আজ শনিবার। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, জমে উঠেছে মেলা। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিদের দিনে মেলায় দর্শক সমাগম ছিল উল্লেখযোগ্য। নানা রঙে সাজানো স্টলগুলো বাড়িয়ে দিয়েছে সৌন্দর্যের মাত্রা। মেলা প্রাঙ্গণজুড়ে বইছে শীতল হাওয়া, কোথাও বাজছে সুর। দর্শনার্থী ও ক্রেতারা আগ্রহভরে দেখছেন প্রযুক্তিপণ্য। জেনে নিচ্ছেন অজানা তথ্য। কেউ কেউ যোগ দিচ্ছেন মেলা প্রাঙ্গণের সেমিনারে।
ম্যাশনুনস কম্পিউটারের বিপণনকর্মী আযাদুল আহসান তালুকদার বলেন, ‘প্রচুর দর্শনার্থী আসছেন। কেউ দেখছেন, কেউ কিনছেন। কেনাবেচা ভালোই হচ্ছে।’ মেলায় পাওয়া যাচ্ছে ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার, মাউস, কিবোর্ড, হেডফোন, পাওয়ার ব্যাংক (বহনযোগ্য চার্জার), স্পিকার, বহনযোগ্য হার্ডডিস্ক, পেনড্রাইভ, মাল্টিপ্লাগ, স্মার্টফোন, প্রিন্টার, ডিজিটাল শিক্ষা উপকরণ, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ নানা কিছু। আরও আছে জিএসপি যানবাহন ট্রাকিং ডিভাইস ও বেবি ট্রাকিং ডিভাইস। স্টরের কর্মীরা জানান, মেলার সব পণ্যেই মিলবে কমবেশি ছাড় ও উপহার।
মেলায় নানা সুবিধা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। কম্পিউটার সোর্স লিমিটেডে মেলায় নতুন একাধিক ব্র্যান্ডের নতুন ল্যাপটপ প্রদর্শন করছে। থাকছে বিভিন্ন পণ্যে ছাড় সুবিধা। স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডে মেলায় এইচপি ল্যাপটপের সঙ্গে দিচ্ছে উপহার এবং স্ক্র্যাচ কার্ডে থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া তোশিবা ও অ্যাপলের ল্যাপটপে থাকছে ১২ হাজার এবং ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা। এক্সিকিউটিভ টেকনোলজিস এসার পণ্যে দিচ্ছে সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যছাড়। এসারের বেশ কয়েকটি নতুন ল্যাপটপও পাওয়া যাচ্ছে মেলায়। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুসের যেকোনো ল্যাপটপ কিনলেই দিচ্ছে উপহার। এ ছাড়া লেনোভোর ল্যাপটপ কিনলে পাওয়া যাবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং স্ক্র্যাচ কার্ড। আর এ কার্ডে থাকছে নিশ্চিত উপহার। এ ছাড়া অন্যান্য পণ্যে পাওয়া যাবে উপহার ও ছাড়। এ ছাড়া অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানই নানা ধরনের উপহার ও ছাড় দিচ্ছে।
মেলায় তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সমাগমই বেশি। তবে সাধারণ মানুষও আসছেন। স্টলের কর্মীদের প্রত্যাশা, আজ ছুটির দিন হওয়ার দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি আরও বাড়বে। আজ মেলায় থাকছে দুটি সেমিনার। শুরু হবে বেলা তিনটা ও বিকেল চারটায়। মেলা খুলবে সকাল দশটায়, বন্ধ হবে রাত আটটায়। মেলায় আছে ৭টি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯টি প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান। এই মেলার আয়োজক এক্সপোমেকার। এক্সপোমেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান বলেন, ‘মেলা অনেক বড় পরিসরে হচ্ছে। দর্শনার্থী ও ক্রেতাদের আনাগোনাও গতবারের তুলনায় বেশি। মানুষ এখন অনেক বেশি প্রযুক্তি-সচেতন। তাঁরা সব স্টল দেখেশুনে ভালো পণ্যটাই কিনছেন।