Fri. Sep 12th, 2025
Advertisements

76খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিচারপতি এ কে এম নুরুল ইসলাম আর নেই। আজ শনিবার সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহিৃ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ছিলেন। এরপর ১৯৭৭ থেকে ১৯৮৪ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৫ সালে তিনি আইন মন্ত্রীর দায়িত্ব পান। সবশেষে তিনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সরকারের উপ-রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এ কে এম নুরুল ইসলামের প্রথম জানাজা শনিবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার বাদ যোহর তার মরদেহ নিয়ে যাওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে। এরপর মানিকগঞ্জের হরিরামপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।