Fri. Oct 17th, 2025
Advertisements

4খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: হেট স্টোরি’র পর আবারও হিন্দি ছবিতে দেখা যাবে এ সময়ের বিতর্কিত অভিনেতা পাওলি দাম। এবার অভিনয় করতে যাচ্ছেন ‘ইয়ারা সিলি সিলি’ নামক সিনেমায় যেখানে তাকে যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে।
সুভাষ সহগল নির্দেশিত এই সিনেমায় শুধুমাত্র যৌনকর্মী হিসেবে নন সাহসী দৃশ্য ও অশ্লীল কথাবার্তা বলতেও তাকে দেখা যাবে। সিনেমায় তার নাম মল্লিকা। তবে পরিচালকের দাবী এটি সম্পূর্ণ প্রেমের গল্প এবং ইতমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গিয়েছে।
এ ব্যপারে সহগল বলেছেন, ‘বোর্ডের আধিকারিকরাও সিনেমাটির প্রশংসা করেছেন। চিত্রনাট্যের প্রয়োজনেই সাহসী দৃশ্য ও অশ্লীল কথাবার্তা সিনেমায় রাখতে হয়েছে।’
পাওলি বলেছেন, ‘যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করলেও ‘হেট স্টোরি’র চেয়ে গল্পের দিক থেকে থেকে ‘ইয়ারা সিলি সিলি’ একেবারেই ভিন্ন ধরনের সিনেমা।