খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: আন্তর্জাতিক স্টার্টআপ প্রতিযোগিতা ‘সিডস্টারস ওয়ার্ল্ড’-এর বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে ‘ম্যাডভাইজার’। পেয়েছে সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রমণ ও প্রশিক্ষণের টিকিট। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠানটি আগামী বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় সিডস্টারস ওয়ার্ল্ডের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। শনিবার রাজধানীর বনানীর নিউজক্রেড কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লেনদেন, ভ্রমণ এবং প্রযুক্তি এই তিনটি বিভাগে মোট ১৭টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বে সেরার তালিকায় থাকা পরবর্তী পাঁচটি উদ্যোক্তা প্রতিষ্ঠান হলো ‘টেকক্যাফে’, ‘শপফ্রন্ট’, ‘ইভোলিউসিস’, ‘ঢাকা রাইড’ ও ‘পাঠাও’। ইউরোপ ভ্রমণের টিকিটসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে তারা।