Tue. Sep 16th, 2025
Advertisements

96খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মালয়েশিয়ার অভিবাসন পুলিশের বরাত দিয়ে স্থানীয় নিউজ স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, মশিউর রহমান নামের এক বাংলাদেশি ইউসরাজিফ ওয়ান ইয়ুশ নামের এক অভিবাসন কর্মকর্তাকে তল্লাশি চালানোর সময় ১০ হাজার রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন। সাজাপ্রাপ্ত মশিউর রহমান অবৈধভাবে মালয়েশিয়া আসা মো. লিটন নামের একজনকে ছেড়ে দিতে ঘুষ সেধে ছিলেন বলে জানায় দেশটির অভিবাসন পুলিশ।
জানা যায়, গত ৮ নভেম্বর পেদাং শহরের ‘লুবক গেতাহ’ নামে এক নির্মাণাধীন এলাকায় মশিউর ঘুষ দিতে চান। এই অপরাধে মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন-২০০৯ অনুযায়ী দুজনকেই ২০ বছরের সাজা দেওয়া হয়। দুজনের পাসপোর্টও আদালতে জমা দিতে আদেশ দিয়েছে দেশটির আদালত।