খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : নুবিরলদের মধ্যেও বিরল এই পাথরটি। বার্মিজ রুবি পাথরটি ১৫.০৪ ক্যারেটের। ব্রিটেন ভিত্তিক বিখ্যাত নিলাম হাউজ ক্রিস্টিস-এর হং কং শাখায় আগামী ডিসেম্বরের পয়লা তারিখেই বিক্রি হবে তা। ক্রিস্টিস-এর জুয়েলারি বিভাগ আশা করছে, এর দাম ১০-১৫ মিলিয়ন ডলার পর্যন্ত উঠবে।
হং কং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টার-এ অনুষ্ঠিত হবে এই নিলাম। অনন্য এই বার্মিজ রুবি ছাড়াও সেখানে বিক্রি হবে হীরা, রঙিন হীরা, রঙিন জেমস্টোন, জাডেইট এবং মনোমুগ্ধকর অন্যান্য অলংকার। বিশেষ করে জাডেইটের সংগ্রহ সত্যিই বিস্ময়কর বলে জানা নিলাম হাউজ থেকে জানানো হয়।
হাউজ থেকে আরো জানানো হয়, ফাই ডি-এর ‘মোগোক ফায়ারি রেড, বার্মিজ পিজনস ব্লাড রুবি এবং হীরার নেকলেস নিলামে উঠবে। এক জোড়া পিজনস ব্লাড রুবি এবং হীরার কানের দুলের দাম পড়বে যথাক্রমে ৬-৮ মিলিয়ন ও ২.৯-৪.১ মিলিয়ন ডলার।
উন্নতমানের দুটো ৭.৩৩ ক্যারেটের গোলাপী হীরা রয়েছে যার দাম উঠতে পারে ৫.৮-৮.৩ মিলিয়ন ডলার। বালিশ আকৃতির ৫.২২ ক্যারেটের আংটি রয়েছে যার মূল্য উঠতে পারে ৩.২-৪.৫ মিলিয়ন ডলার। সূত্র : ফোর্বস