Thu. Sep 18th, 2025
Advertisements

32খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : শীতকে সামনে রেখে ফ্যাশন হাউস শিরোনামহীন নিয়ে এসেছে অসংখ্য নতুন ডিজাইনের শীতের পোশাক। শিরোনামহীন এর এক্সক্লুসিভ শীতের পোশাকের মধ্যে রয়েছে হুডি, ফুলহাতা টি শার্ট, পলো শার্ট, জ্যাকেট ইত্যাদি। এসব ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে তারুণ্যের পছন্দ।
শীত উপশমতো বটেই ফ্যাশনে ভিন্ন লুক এনে দিতে পারে শিরোনামহীন এর এই নতুন কালেকশন। এসব পোশাকের দামও সবশ্রেণীর ক্রেতাদের নাগালের মধ্যে। এছাড়াও শিরোনামহীন এর পোশাকের মধ্যে আছে টি শার্ট এবং পলো শার্ট।
শিরোনামহীন এর পাইকারী বিক্রয়কেন্দ্র: ১৫০, সিটি প্লাজা [২য় তলা], ব্লক-এ, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, ঢাকা – ১০০০। মোবাইল: ০১৯৮৯১৫৮১৬৪। শিরোনামহীন এর সব ধরনের পোশাকেই সর্বোচ্চ মান ও আধুনিকতার নিশ্চয়তা নিশ্চিত করা হয় বলে দাবি করেন হাউজের উদ্যেক্তারা।