Tue. Sep 16th, 2025
Advertisements

82খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : শান্তি ও সহিষ্ণুতার প্রচারে এবার একজুট হলে প্রাক্তন এক মাদক নির্মাতা ও বিক্রেতা চক্রের নেত্রী এবং প্রাক্তন এক পুলিশ আধিকারিক। একসময় এই মাদক বিক্রেতা চক্রের বিরুদ্ধেই তদন্তের দায়ভার ছিল এই মহিলা পুলিশ আধিকারিকেরই হাতে। তবে চমক এখানে নয়, বরং অন্যখানে। চমক প্রচারের ধরণে। স্ব স্ব ক্ষেত্রে এই দুই প্রাক্তনীই একসঙ্গে নগ্ন হয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
কলোম্বিয়ায় একসময়ের কট্টর শত্রু অবশেষে একটা ভাল কারণের জন্য হাত মেলাতে রাজি হলেন। বিতর্কিত পত্রিকা সোহের বিশেষ সংখ্যার জন্য ফটোশুটে রাজি হলেন দুজনেই।
প্রাক্তন গেরিলা নেত্রী আনা পাচিও এবং প্রাক্তন মহিলা পুলিশ আধিকারিক ইসাবেল লোন্ডোনো খুললেন পোশাক, শুধু তাই নয়, ইসাবেজেলর গালে যৌনতাপূর্ণ চুম্বন দিতেও দেখা গেল উন্মুক্ত নিতম্বের আনাকে।