Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫ নতুন ব্যবসায় উদ্যোগ (স্টার্টআপ) নিয়ে গতকাল শনিবার আন্তর্জাতিক প্রতিযোগিতা সিডস্টারসের বাংলাদেশ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। তিনটি বিভাগে ১৭টি স্টার্টআপ প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতায় সেরা স্টার্টআপ হিসেবে নির্বাচিত হয়েছে ম্যাডভাইজার। পুরস্কার হিসেবে ম্যাডভাইজারের উদ্যোক্তারা সুইজারল্যান্ড এবং সিলিকন ভ্যালির বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে টেকক্যাফে, শপফ্রন্ট, ইভোলিউসিস, ঢাকা রাইড ও পাঠাও।
আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ম্যাডভাইজার আগামী বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় সিডস্টারস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে অংশ নেবে। সেখানে বিজয়ীর জন্য থাকছে পাঁচ লাখ ডলার পুরস্কার। বাংলাদেশ বাছাই পর্বের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং সিডস্টারস ওয়ার্ল্ড।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কিস্টিয়ান মার্টিন ফস, বেসিসের সভাপতি শামীম আহসান, ফাউন্ডার ইনস্টিটিউটের ঢাকা শাখার পরিচালক সাজিদ রহমান, নিউজক্রেডের সহপ্রতিষ্ঠাতা ইরাজ ইসলাম, আইটিসির উর্ধ্বতন কর্মকর্তা মার্টিন লাব্বি, বিডি ভেঞ্চার লিমিটেডের নির্বাহী পরিচালক শাওকাত হোসেনসহ অনেকে। সিডস্টারস ঢাকার বাস্তবায়ন প্রধান আরিফ নিজামী জানান, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ নভেম্বর থেকে আয়োজিত হয় তিন দিনের বুটক্যাম্প।