Tue. Sep 16th, 2025
Advertisements

66খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: জীবনের প্রয়োজনে অনেকেই বাসায় সুন্দরী স্ত্রী রেখে পাড়ি জমান বিদেশে। যেতেই পারেন। কিন্তু আপনার স্ত্রী কি করছেন, কোথয় যাচ্ছেন তার খোঁজ খবর কি সঠিক ভাবে রাখছেন? অনেকে হয়তো বলতে পারেন আসলে স্ত্রী যদি ভালো চরিত্রের না হন, তাহলে যত মনিটরিংয়ের মধ্যেই রাখুন না কেন, তারা বিপথে যাবেই।
মেয়ের শিক্ষকের প্রতি মায়ের এমন আচারন মেয়েও বুঝতে পারেনা। অন্যদিকে মেয়ের সাথেও আস্তে আস্তে শিক্ষক মিলিত হতে থাকে। শেষ পযর্ন্ত লম্পট শিক্ষক একসাথে মা ও মেয়েকে নিয়ে চালাতে থাকে প্রেম খেলা। শেষ পরিনতি শারীরিক সম্পর্ক।
সম্প্রতি ঘটেছে ঠিক এমনই একটি ঘটনা। স্বামী থাকেন বিদেশে। অনেক দিন তারা সংসার করেছেন। মেয়ে বড় হয়েছে। এর মাঝে অর্থ আয়ের জন্যে স্বামী যান বিদেশে। মেয়েকে সঠিকভাবে মানুষ করতে বাসায় রাখা হয়েছে তরুণ প্রাইভেট মাস্টার। কিন্তু একথা সেকথায় তরুণ টিচারের সাথে একি করছেন তিনি? চার্জশিট নামের একটি প্রতিবেদনে তুলে ধরা হয় ঠিক এমনি এক ঘটনা। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সেই খানে।