Wed. Sep 17th, 2025
Advertisements

79খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: ছোটপর্দার জনপ্রিয় মুখ লামিয়া মিমো। এবার আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে বাগদানও সম্পন্ন করে ফেলেছেন। আগামী বছরের ফেব্র“য়ারিতে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মিমো। পাত্রের নাম সৈয়দ শাহরিয়ার মারুফ জন। বর ঢাকায় সেটেল্ড হলেও তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা।
জানা গেছে, গত ১৩ নভেম্বর পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। লামিয়া মিমো জানালেন, ‘জনের সঙ্গে পরিচয় মাস দেড়েক হলো। প্রথম দেখা হয়েছিল কোরবানীর ঈদের আগেরদিন। পরে আরো দু’ একবার দেখা হয়েছে। ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করছি। আব্বু দেশের বাইরে তাই বিয়ের সময়টা দেরীতে নির্ধারণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জানা যায়, জন এর আগে এর আগে মিমো ৪ বিয়ে করেছেন, প্রথম বিয়ে করেন এনটিভির রিয়েলিটি শোতে আসার আগে। দ্বিতীয় বিয়ে করেন সুপার হিরোইন খ্যাতাব পাওয়ার পর চলচ্চিত্রের খল অভিনেতা ডিজে সোহেল কে। আর এর পর বিয়ে করেন বিনোদন সাংবাদিক ও নাট্যকার, এম এস রানাকে। ১ বছর সংসার করার পর রানা কে ছেড়ে দিয়ে মিমো আর এক জন ব্যবসায়ী বিয়ে করেন। সর্বশেষ বিয়ে করেন মিউজিশিয়ান এ্যামি কে।