Wed. Sep 17th, 2025
Advertisements

12খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: টু অ্যান্ড আ হাফ মেন’ খ্যাত মার্কিন অভিনেতা চালর্ িশিন এইডসে আক্রান্ত বলে জানা গেছে।
সূত্রের বরাত দিয়ে পিপল ম্যাগাজিন দাবী করছে, মার্কিন টিভি নেটওয়ার্ক এনবিসিতে প্রচারিত টুডে শোয়ের আগামী পর্বে নিজের অসুস্থতার কথা খোলামেলা ভাবে আলোচনা করবেন শিন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি এই তারকার পক্ষ থেকে।
হলিউডের শীর্ষ প্রচার ব্যবস্থাপক হাওয়ার্ড ব্র্যাগম্যান পিপলকে জানান, প্রায় ছয় মাস আগে তার সঙ্গে এই সমস্যা নিয়ে কথা বলেন শিনের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। তবে এখন পর্যন্ত শিনের সঙ্গে সরাসরি এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।
ব্র্যাগম্যান আরো জানান, শিনের এইচআইভি পজিটিভ হওয়ার বিষয়টি অনেকেই জানেন। এখন তার চিকিৎসা চলছে।
গোল্ডেন গ্লোব জয়ী তারকা চার্লি শিন বরাবরই নিজের উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য শিরোনামে এসেছেন। অনিয়ন্ত্রিত যৌনাচার এবং মদ ও মাদকে আসক্তির জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।
শিনকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দেয়া সিটকম ‘টু অ্যান্ড এ হাফ মেন’ – এর নির্মাতা চাক লরির সঙ্গে জনসম্মুখে কোন্দলে জড়িয়ে পড়েন তিনি। এর জের ধরেই সিরিজটি হুট করে ছেড়ে দেন।