Fri. Oct 17th, 2025
Advertisements

2015-11-18_3_779698

 খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে চারজন মারা গেছে। এরফলে শোকাহত স্থানীয় কমিউনিটির লোকজনের কাছে ‘দিনটি নরকে পরিণত’ হয়েছে। বুধবার কর্তৃপক্ষ একথা জানায়।
পার্থের প্রায় ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে ইস্পারান্স অঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দাবানল নিয়ন্ত্রণে কয়েকশ’ দমকল কর্মী দিনরাত কাজ করছে।
সরকারি দমকল ও জরুরী সেবা সংস্থার কমিশনার ওয়েন গ্রেগসন বলেন,‘দুঃখজনক হলো পুলিশ এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।’
তিনি আরো জানান, এদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। তারা পৃথক দু’টি গাড়িতে ছিল।