Sat. Oct 18th, 2025
Advertisements

39খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : স্যার অ্যালেক্স ফার্গুসন নিজের সেরাটা দিয়ে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার ইউনাইটেড গড়েছিলেন। তার অবসরের পর ডেভিড ময়েসের হাতে পড়ে খাদের কিনারায় চলে যায় ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি। সেই ভঙ্গদশা থেকে ম্যানইউকে উদ্ধার করতে বিচক্ষণ কোচ লুইস ফন গালকে বেছে নেয় রেডডেভিলসরা।
ম্যানইউতে ফল গালকে সাহায্য করার জন্য তার সঙ্গে নিয়োগ দেওয়া হয় আর অনেককেই। তাই ডাচ কোচ ফন গল মজা করে বলেন, এত বেশি সহযোগী থাকায় কিছু না করেই নাকি ম্যানইউতে অনেক উপার্জন করেন তিনি।
টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে ফন গাল বলেন, ‘আমি এমন এক সময় থেকে কোচিং করিয়ে আসছি যখন কোচদেরকেই সব কিছু করতে হতো। এখন আমি শুধু ম্যানেজার এবং আমার ক্রীড়াবিজ্ঞান বিভাগ, স্কাউট বিভাগ, মেডিক্যাল বিভাগ, সহযোগী ম্যানেজার, সহযোগী কোচ রয়েছে। আমাকে কোন কিছুই করতে হয় না।কিছুই না। কিছু না করেই এখানে আমি অনেক টাকা উপার্জন করছি।’
১৯৯১ সালে নেদারল্যান্ডস ক্লাব আয়াক্সের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ফন গাল। এরপর নিজের সেরাটি দিয়ে বার্সেলোনা, নেদারল্যান্ডস জাতীয় দল, এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।