Fri. Sep 19th, 2025
Advertisements

54খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : জামায়াতের ডাকা দেশব্যাপি হরতালের প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তারা।
সকাল থেকেই শাহবাগে মঞ্চের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় তারা সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর করার আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকে। “সাকা-মুজা ভাই ভাই, রাজাকারের রেহাই নাই”, ‘তোমার দেশ আমার দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ’- এমন স্লোগানে স্লোগানে চলতে থাকে অবস্থান কর্মসূচি। এরপর মঞ্চের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবুল কালাম, মঞ্চের কর্মী জীবনানন্দ জয়ন্ত, শিবলি হাসান নিলা, উদীচীর কেন্দ্রীয় কমিটির আরিফ নূরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, দিনব্যাপি অবস্থান কর্মসূচি সারাদেশে পালিত হচ্ছে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “সারাদেশে জামায়াতের হরতাল আজ বয়কট করেছে জনগণ। এরই মধ্য দিয়ে প্রমাণিত হয়- রাজাকার-আলবদর সাকা-মুজাহিদের পক্ষে দেশের জনগণ আর নেই।