Thu. Sep 18th, 2025
Advertisements

56খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত ইতালীয় নাগরিক এবং স্থানীয় একটি চার্চের ধর্মযাজক ডা. পিয়রো (৫০) গুলির ঘটনায় দিনাপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। আজ বুধবার রাতে দিনাজপুর কসবা মিশনের ফাদার সিলাস কুজুর অজ্ঞাতদের আসামি করে এই মামলা (নং-৩৪, তারিখ- ১৮/১১/১৫ইং) করেন।
এদিকে, ডা. পিয়রোকে গুলি করার ঘটনায় জেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমান ভুট্টোসহ বিএনপি ও জামায়াত-শিবিরের অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বলেন, বৃহস্পতিবার আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর মির্জাপুরে বি আরটিসি বাস টার্মিনালসংলগ্ন এলাকায় পিয়রোকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর শুরুতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পিয়রো বর্তমানে আশঙ্কামুক্ত।
দুর্বৃত্তদের গুলিতে আহত ডা. পিয়েরে এদেশে তিন দশক ধরে অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। শুইহারি ক্যাথলিক মিশন পরিচালিত ভিনসেন্ট হাসপাতালে তিনি কর্মরত। দিনাজপুর শহরেই তিনি বসবাস করেন।