Tue. Sep 16th, 2025
Advertisements

66খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : রাশিয়ার বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ৫০০ তেলবাহী ট্রাক ধ্বংস হয়েছে। এসব ট্রাক সিরিয়া থেকে তেল নিয়ে ইরাকে যাচ্ছিল। রাশিয়ার জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলভ গতকাল (বুধবার) এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে সন্ত্রাসীরা ট্রাক বহরের মাধ্যমে কথিত তেলের ‘পাইপলাইন’ সৃষ্টি করেছে।
তিনি বলেন, সন্ত্রাসীরা এভাবে লাখ লাখ টন তেল পাচার করছে এবং এই তেল বিক্রির অর্থ হচ্ছে তাদের সবচেয়ে বড় আয়ের উৎস। জেনারেল কারতাপোলভ বলেন, রাশিয়ার বিমান হামলার কারণে সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র তেল পাচার করার ক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে।
তিনি আরো জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ফ্রান্সের নৌবাহিনীর সঙ্গে মিলে আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে। ফরাসি যুদ্ধ জাহাজ ‘চার্লস দ্যা গল’ সিরিয়া উপকূলে পৌঁছানোর পর যৌথভাবে কাজ শুরু হবে।