Wed. Sep 17th, 2025
Advertisements

84খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : ৭০ বছর বয়সী একজন চীনা নাগরিকের শরীর থেকে ১.১৯ কেজি ওজনের মূত্রাশয় স্টোন বা পাথর সরানো হয়েছে।
১৯৭৩ সাল থেকে ৭০ বছর বয়সী ঝাং গুওলন মূত্রনালীর সংক্রমণে ভুগছেন। ডাক্তাররা সম্প্রতি ১৪ সেন্টিমিটার ব্যাসের এবং ১.১৯ কেজি ওজনের একটি পাথর তার মূত্রথলী থেকে অপসারণ করেছেন।
ডাক্তাররা তার এই মূত্রাশয় পাথর দেখে হতভম্ব হয়ে গেছেন। ডাক্তার জু লিয়াংশান বলেন, ‘আমি দশ বছর ধরে বিভন্ন ঔষুধ চর্চা করে আসছি, কিন্তু এরকম মূত্রাশয়ের পাথর কোনদিন দেখি নি’। ডাক্তার জু এই অপারেশন সম্পন্ন করেছিলেন। তিনি আরও বলেন, ‘আমার দেখা এটি সবচেয়ে বড় মাপের থলী পাথর। এর আগে আমি শুধু ডিম আকৃতির পাথর দেখতে পেয়েছিলেম।’-সূত্র: পিপলস ডে।