খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ নিজের সংস্থার দায়িত্ব ছেড়ে বেরিয়ে এলেন। ঠিকই পড়ছেন। এমন একটা পোস্ট সম্প্রতি ফেবুকে ছড়িয়ে পড়েছে। পরে বোঝা যায় সেটি আসলে হচ্ছে একটি ‘বাগ’-এর জন্য। এমন এক ট্রিক যার জেরে যে কোনও মানুষের লাইফ ইভেন্ট ঘেঁটে দেওয়া সম্ভব।
এই বাগটি সম্পর্কে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন সচিন ঠাকুরি। পেশায় একজন হ্যাকার। সচিন লক্ষ করেন, কোনও ব্যক্তির লাইফ ইভেন্টের টজখ-টি যদি সামান্য অদলবদল করা হয়, তবে সেটা আপনা থেকেই একডটি স্টেটাস আপলোড করে দেবে যে তিনি বর্তমান সংস্থার চাকরি ছেড়ে দিয়েছেন। যেটা হয়েছে জুকেরবার্গের সঙ্গেও। নীচে তাঁর আসল ইভেন্টের লিঙ্কটি দেওয়া হল: যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ুঁপশ/ঃরসবষরহব/ংঃড়ৎু?ঁঃ=৩২্ংিঃধৎঃ=-২০৫১১৯৩৬০০্বিহফ=২১৪৭৪৮৩৬৪৭্যধংয=৯৭১১৭৯৫৪১২৫১্ঢ়ধমবভরষঃবৎ=৩্ঁংঃধৎঃ=১্থথসৎবভ=সবংংধমবথনঁননষব
এখান থেকে শুধুমাত্র ঁংঃধৎঃ=১ অংশটি তুলে দিলেই কেল্লা ফতে। তাতে যে টজখ-টি পাওয়া যাচ্ছে সেটি হল: যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ুঁপশ/ঃরসবষরহব/ংঃড়ৎু?ঁঃ=৩২্ংিঃধৎঃ=-২০৫১১৯৩৬০০্বিহফ=২১৪৭৪৮৩৬৪৭্যধংয=৯৭১১৭৯৫৪১২৫১্ঢ়ধমবভরষঃবৎ=৩্্থথসৎবভ=সবংংধমবথনঁননষব
এখানে ক্লিক করলে দেখাবে মার্ক জুকেরবার্গ ফেসবুকের চাকরি ছেড়ে দিয়েছেন। এটা খুব মারাত্মক প্রাইভেসি বাগ না হলেও সমস্যা তো বটেই। এর মাধ্যমে সহজেই কারও সম্পর্কে ভুল তথ্য ফেসবুকে আপলোড করা সম্ভব। সচিন এই বাগ সম্পর্কে ইতিমধ্যেই ফেসবুককে জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত সেটি মেরামত করা যায়নি। তবে ফেসবুক জানিয়েছেন তারা যত শীঘ্র সম্ভব এটা ঠিক করার চেষ্টা করছে।