খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : প্রযুক্তির কাজই মানবকল্যাণ, উদ্ভূত সমস্যার উদ্ভাবনী সমাধান দেওয়া। আর মানবিক আবেদনে? সেখানেও আছে প্রযুক্তির সমাধান। সম্প্রতি টানা বর্ষণে ভারতের চেন্নাইয়ের কিছু এলাকা বন্যায় আক্রান্ত হয়। বন্যাকবলিত এই এলাকাগুলোতে প্রয়োজনীয় রসদ সরবরাহ ও আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য সম্প্রতি অনলাইনে ট্যাক্সি প্রাপ্তির সুবিধা দেওয়া প্রতিষ্ঠান ‘ওলা’ প্রথমবারের মতো বিনা মূল্যে নৌকা পাঠানোর সেবা দিচ্ছে।
বইঠা বাহক হিসেবে দুজন মানুষ ছাড়াও প্রতিটি নৌকা পাঁচ থেকে নয়জন যাত্রী বহন করতে পারে। বৃষ্টি থেকে বাঁচতে নৌকাগুলোতে ছাতার ব্যবস্থাও আছে। যদিও ওলার ট্যাক্সি-সেবার মতো নৌকাগুলো তাদের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বুক করা যাচ্ছে না। তবে তামিলনাড়ুর ফায়ার ও রেস্কিউ বিভাগের তথ্যের ওপর ভিত্তি করে প্রয়োজন বুঝে সেসব এলাকাগুলোতে যাচ্ছে ওলার নৌকা। গত এক সপ্তাহে ভারী বর্ষণে চেন্নাইয়ের দৈনন্দিন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। এমন সময়ে ওলার অভিনব এ সেবা প্রশংসার দাবিদার বটে। তাদের এ সেবা চলবে আগামী তিন দিন। তবে জলাবদ্ধতা অনুযায়ী সময়টা আরও বাড়ানো হতে পারে।
ভারতে উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী ওলা দেশটির প্রায় ১০০টি শহরে সেবা দিয়ে যাচ্ছে। চলতি বছরের জুনে তুরস্কের ইস্তাম্বুলে আন্তমহাদেশীয় নৌপরিবহন-সেবা চালু করেছে উবার। ওলার এই সেবা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। টুইটারে তো টপ ট্রেন্ড তালিকায় চলে এসেছে। মানুষজন দেখছেন বেশ ইতিবাচক দৃষ্টিতে। কেউ কেউ তো উবারকে খোঁচা দিয়েও করছেন টুইট।
ম্যাশেবল অবলম্বনে