Fri. Sep 19th, 2025
Advertisements

30খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পর তাদের ফাঁসি কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বৃহস্পতিবার তিনি বলেন, যেহেতু পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, সুতরাং ফাঁসি কার্যকর করতে আর তেমন কোনো বাধা নেই। আশা করা যায়, রাষ্ট্র সব বাধা অতিক্রম করে এ রায় কার্যকর করবে।
তিনি আরো বলেন, রায় কার্যকরের আগ পর্যন্ত গণজাগরণ মঞ্চ শাহবাগে অবস্থান করবে। যদি কোনো কারণে আজ রায় কার্যকর না হয়, তাহলে রায় কার্যকর না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আশা করি, রাষ্ট্র ১৬ কোটি মানুষের দাবি পূরণ করবে।