Fri. Sep 19th, 2025
Advertisements

43খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : হলিউড জগতের বিখ্যাত এক নাম এঞ্জেলিনা জোলি। তাকে এক পলক দেখার জন্য কোটি কোটি ভক্ত চোখ মেলে স্বপ্ন দেখে। সিনেমার জগতে তার যেমন কোন তুলনা হয় না, তেমনি বাস্তন জীবনেও তিনি অত্যন্ত ভাল মনের একজন মানুষ।
সম্প্রতি বিশ্বের অনেক দেশে ধর্ম নিয়ে প্রায় যুদ্ধের মত অবস্থা। হাজার হাজার মানুষ এই সহিংসতার শিকার হচ্ছেন। সিরিয়া, ইরাক, ইসরায়েল, ফ্রান্স সকল স্থানে আইএস একটি আতংক।
এঞ্জেলিনা জোলি এ বছরের জানুয়ারীতে ইরাক ভ্রমণ করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেন। তাদের মনোভাবনা বুঝার চেষ্টা করেন। এরপর তিনি সিরিয়ার রিফুজিদের সাথে এ বছরের জুলাই মাসে দেখা করেন। তিনি বিশ্ববাসীর কাছে তাদের কষ্ট তুলে ধরেন। সেই ক্যাম্পের মাঝে রিফুজিরা কীভাবে তাদের দৈনিক জীবন-যাপন করছেন তা ভিডিও করেন। তিনি রিফুজি এজেন্সির হয়ে কাজ করছেন। সকলের দুঃখ বোঝার চেষ্টা করছেন।
এতো বড় একজন বিখ্যাত তারকা নিজের জানের ভয় না করে এভাবে রিফুজিদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তার এই সফর নিয়ে করা ভিডিও।