Wed. Sep 17th, 2025
Advertisements

63খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সাক্ষাৎ পেতে ৩ দফায় চেষ্টা চালিয়ে ফিরে গেলেন তার ২ আইনজীবি অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী ও অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম।
শুক্রবার দুপুর পৌনে ২টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে ওই লিখিত আবেদনটি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা। কিন্তু তৃতীয় দফার চেষ্টায়ও আবেদনটি গৃহীত না হওয়ায় ফিরে গেছেন তারা। তবে জানিয়েছেন, তারা আবারও সাকা চৌধুরীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন।
ওই দুই আইনজীবি জানান, ‘বৃহস্পতিবার সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের সঙ্গে আলাপের পর আইনজীবিরা সাকার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন।’
তারা বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষার আবেদন করবেন কি-না, সে বিষয়ে আলোচনার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছি আমরা। কিন্তু তিন দফায়ই কারাফটকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে আবেদন নিয়ে গেলে তারা বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা নেই। তারা এলে বিষয়টি জানানো হবে। তাই আজ আমরা ফিরে যাচ্ছি। তবে আবারও তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবো।’
এদিকে একটি দায়িত্বশীল সূত্র দুপুরে জানায়, জুমার নামাজের পরপরই সাকা চৌধুরী ও আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না তা জানতে চাওয়া হবে। যদি প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি হয়ে যায় তাহলে রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।