Mon. Sep 15th, 2025
Advertisements

17খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : দীর্ঘ দুই মাস ৫ দিন পর লন্ডনে চিকিৎসা করে ও পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের পর দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
স্থানীয় সময় শুক্রবার রাতে ও বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডন হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
আজ শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন খালদাকে বহনকারী বিমানটি।
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক খালেদা জিয়ার লন্ডন ত্যাগের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।