Fri. Sep 12th, 2025
Advertisements

imagesখোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ :রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। শনিবার দুপুরে কারা অধিদফরের এক সূত্র এ কথা জানান।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়া হয়েছে।সেখান থেকে আবেদন দুটিকে যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এলে আজই তা রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠানো হবে।এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজহিদের প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানতে সকালে ২ জন ম্যাজিস্ট্রেট কারাগারে যান।