Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : খুদে ব্লগ লেখার (মাইক্রো ব্লগিং) জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে এত দিন আমরা যেকোনো বার্তা বা টুইটের নিচে তারকাচিহ্নিত ‘ফেভারিট’ বোতাম দেখে এসেছি। পছন্দ হলে বোতামটি চেপে নিজের পছন্দ জানিয়ে দেওয়া যেত। অনেকে এটাকে ফেসবুকের আদলে টুইটারের ‘লাইক’ বলেও এসেছেন। টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি এটাকে লাইক বোতাম হিসেবেই পাকাপোক্ত করেছে। তবে তারকাচিহ্নের বদলে এসেছে হৃদয় (হার্ট) চিহ্ন।
টুইটার বলছে নতুন বোতামটি বেশ পছন্দের সঙ্গেই ব্যবহার করছে সবাই। যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো শহরে অনুষ্ঠিত ওপেন মোবাইল সামিটে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (পণ্য) কেভিন ওয়েল বলেন, চালুর প্রথম সপ্তাহেই নতুন এই বোতামটি আগের চেয়ে ৬ শতাংশ বেশি মানুষ ব্যবহার করছে। ব্যবহারকারীও বেড়েছে ৯ শতাংশ।
টুইটার বলছে, পরিবর্তনের আগে তারা পরীক্ষা-নিরীক্ষার কাজটা বেশ জোরালোভাবেই করেছে। কেভিন বলেন, ‘আমরা জানি, দুই ধরনের মন্তব্যই আমরা পেতে যাচ্ছি। নতুন এই পরিবর্তনের পক্ষে বলেছেন অনেকে, বিপক্ষেও কম মানুষ বলেননি। তাই কাজটি আমরা হালকাভাবে নিইনি। অনেক গবেষণার পরেই তারকাচিহ্ন বদলে ফেলা হয়েছে।’
নানা আইকন, বিভিন্ন দেশে, নতুন নতুন শব্দযোগে নতুনভাবে ব্যবহার করার পরেই হার্ট চিহ্নটি চূড়ান্ত করা হয়েছে। কারণ, পৃথিবীব্যাপী চিহ্নটি যেমন বেশি ব্যবহার করা হয়, তেমনই লাইক শব্দটি দেশ-ভাষা-সংস্কৃতিভেদে সবারই পরিচিত। প্রতিষ্ঠানটির ভাষ্য, একজন মানুষের পছন্দের তালিকায় অল্পসংখ্যক টুইট থাকতে পারে। তবে ভালো লাগে অসংখ্য পোস্ট। লাইকের ধারণা সেখান থেকেই।
তাই বলে সবাই যে এই পরিবর্তন পছন্দ করেছে, তাও কিন্তু না। কেউ কেউ এটাকে ইনস্টাগ্রামের সঙ্গে তুলনা করছেন। তা ছাড়া ফেভারিট বোতামটি কোনো বার্তাচিহ্নিত (বুকমার্ক) করে রাখতেও ব্যবহার করা হতো। আগে ফেভারিট করা কোন বার্তার নিচে এখন লাইক দেখাচ্ছে। এ কথাও তুলছেন অনেকে।
এদিকে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদে পাকাপোক্তভাবে বসেছেন। নতুন কিছু পরিবর্তন যে আসবে তা তো জানা কথাই।