Sat. Sep 20th, 2025
Advertisements

54খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : ভাগ্য একেই বলে। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ব্যাংক অব মিলিয়ন লটারি জিতেছেন। তার নাম বার্নার্ড ব্যানিক। ভার্জিনিয়ার বাসিন্দা তিনি।
ভাগ্যের কথা এ কারণেই বলা হচ্ছে যে, ওই ব্যক্তির কেনা দুটি লটারির মধ্যে দুটিই বিজয়ী লটারি নম্বর হিসেবে ঘোষিত হয়। নম্বরটি ছিল ৩-৭-১১-২০-২৩-৩৩। ছয় সংখ্যার এই নম্বরটি বিজয় নম্বর হিসেবে ম্যাচ করে। এ বিজয়ের ফলে ব্যানিক পাবেন ১ মিলিয়ন ডলার।
ব্যানিক বলেন, তিনি প্রথম লটারি কবে কখন কিনেছেন সেটা মনে করতে না পেরে দ্বিতীয়বার আরেকটি লটারি কেনেন একই নম্বরের। পরে দেখা যায় তার দুটো লটারিই বিজয়ী নম্বর হিসেবে উঠেছে। দুটি পৃথক দোকান থেকে লটারি কেনেন ব্যানিক।
যে দোকানগুলো থেকে ব্যানিক লটারি কিনেছেন তারা ১০ হাজার ডলার পুরস্কার পাবেন। বিজয়ী লটারি বিক্রি করার জন্য এ পুরস্কার পাবে দোকান দুটি।
– ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://িি.িহড়-িনফ.পড়স/২০১৫/১১/২১/৪৬০১০৮.যঃস#ংঃযধংয.হবংঞঙণঞ০.ফঢ়ঁভ